প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : নারীর মর্যাা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতের অঙ্গীকারের প্রতিশ্রুতি দিলেন শাহ্ মোঃ জামাল উদ্দিন। নগরকান্দায় ইসলামী আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে এসব কথা বলেন তিনি।

ফরিদপুরের নগরকান্দায় ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদ হাট বাজারসহ আশপাশের বিভিন্ন হাট-বাজার ও পথপ্রান্তরে এ কর্মসূচি পালিত হয়। এতে দলের একাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতারা বলেন, একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে—নারী কোনো ভোগের বস্তু নয়; তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। ইসলামী বিধান অনুযায়ী নারীর শিক্ষা, নিরাপত্তা, কর্মক্ষেত্রে মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর- ২ (সালথা–নগরকান্দা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ মোঃ জামাল উদ্দিন। তিনি বলেন, “ইসলামী শাসনব্যবস্থায় নারীরা নিরাপদ জীবন, পারিবারিক সম্মান ও অর্থনৈতিক ন্যায়বিচার পাবে। সমাজে নারীর ওপর জুলুম, নির্যাতন ও বৈষম্য বন্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপসহীন।”

তিনি গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর কল্যাণমুখী রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দলটির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

(পিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)