মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : ঢাকা থেকে একদল শিক্ষার্থী পদ্মা নদীতে ঘুরতে এসে গোসলে নেমে আবু নাঈম (২৩) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। আজ শনিবার বিকেলের দিকে ৩ শিক্ষার্থী নদীতে গোসল করতে নামলে দুই জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন নাঈম। তাকে উদ্ধার কোষ্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছে।

মাওয়া নৌ পুলিশের আইসসি মো. ইলিয়াস জানান, ঢাকার মিরপুরের মিলিটারী ইনিষ্টিটিউট সাইন্স এন্ড ট্যাকনলজি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ সদস্যের একটি শিক্ষার্থীর দল শনিবার দুপুরে লৌহজংয়ের পদ্মা নদীতে ট্রলারে করে বেড়াতে বের হয়। এদের মধ্যে ৪ জন ছাত্রী ছিল। বিকেল ৩টার দিকে তাদের ট্রলারটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নং পিলারের কাছে গেলে সেখানে তিন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। এসময় তিন জনের অবস্থা খারাপ হলে সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীরা সোহান ও তানভীর নামে দুই শিক্ষার্থীকে টেনে ট্রলারে তুলতে সক্ষম হন। কিন্তু আবু নাঈম নামে এক শিক্ষার্থী পদ্মা পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে উদ্ধারে কেষ্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। সন্ধ্যার পরে পাগলা থেকে ডুবুরি দল এসে নদীতে নেমেছে তার সন্ধানে।

এদিকে ঘটনার পর লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজনা ববি মিতু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং তিনি সন্ধ্যার পরেও ওই ছাত্রকে খুজে পেতে উদ্ধার কাজ পরিদর্শণ করছেন।

(এমকে/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)