‘নির্বাচন এলেই একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি করে’
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল- ২ আসনের (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম বলেছেন, নির্বাচন এলেই একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি করে থাকে। ধর্মের দোহাই দিয়ে তারা এই অপকর্মে লিপ্ত। এই গোষ্ঠী আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ১০টির বেশি আসন পাবে না। তিনি কলস প্রতীককে আপামর জনসাধারণের মার্কা বলে অবহিত করে ভোট প্রার্থনা করেন।
আজ শনিবার বিকালে নড়াইলের লোহাগড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী মোল্যার মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির প্রবীণ নেতা তবিবুর রহমান মনু জমাদ্দারের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি মো: আহাদুজ্জামান বাটু'র সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা জাহিদুল হক পাপ্পু, নড়াইল সদর উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি মুজাহিদুর রহমান পলাশ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিলন ঘোষ, লোহাগড়া উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফসহ প্রমূখ।
জনসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, কলস স্বাধীনতার প্রতীক। কলস বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক। কলস হিন্দু-মুসলমানের প্রতীক। সর্বোপরি কলস নড়াইল ও লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতীক। কলস প্রতীকে ভোট দিলে নড়াইল-লোহাগড়ায় কোন হামলা-মামলা হবে না। মিথ্যা মামলা হবে না। অসাম্প্রদায়িক নড়াইল গড়তে হলে কলস প্রতীকে ভোট দিতে হবে। তিনি উপস্থিত সাধারণ ভোটারদের কলস প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, দুপুরের পর থেকেই জনসভাস্হলে নড়াইল পৌরসভাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভাসহ ১২টি ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থনে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। জনসভা শুরুর সাথে সাথে ঐতিহ্যবাহী মোল্যার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রুপ নেয়।
(আরএম/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
