রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে মনোজ পাইক (৪৫) নামের একজন নিখোঁজ হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ঘাটে একটি চলন্ত ট্রলার থেকে তিনি নদীতে পড়ে গিয়ে নাম নিখোঁজ হন।

আজ শনিবার সকালে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ মনোজ পাইক খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।

নিখোঁজ মনোজ পাইকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কালুখালীতে মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় সমাবেশে যোগ দিতে ৩৫ জনের একটি দলের সঙ্গে এসেছিলেন মনোজ। শুক্রবার দুপুরে খুলনার দিঘলিয়া থেকে অনুষ্ঠান শেষে রাতে ইঞ্জিনচালিত ছোট নৌকায় ট্রলার করে দলটি দিঘলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কালিয়া উপজেলার কাঞ্চনপুর শ্মশান এলাকায় পৌঁছালে মনোজ অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান। সাথে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে খুলনায় ফিরে যান। নিখোঁজ মনোজের ভাই সবুজ পাইক জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ট্রলারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছেন বলে ধারণা তার। পরে স্বজনরা মুঠোফোনের মাধ্যমে কালিয়া থানা ও বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

(আরএম/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)