সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলবো। আমরা মানুষের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সমাজকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আগুলদিয়া গ্রামে শচীন রায়ের বাড়িতে সনাতন ধর্মীয় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সালথা-নগরকান্দার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। আমার বাবার মৃত্যুের পর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ধানের শীষের বিজয় হলে আমি আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সমাজ সেবক সায়েম মিয়া টিটন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ বিএনপির নেতাকর্মী বৃন্দ।

(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৬)