বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্বেচ্ছাসেবক দল ও যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বগুড়া শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর সদর ফাঁড়ির সামেন পুলিশ বাধা দেয়।

পুলিশিবাধার মুখে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী সেখানেই প্রতিবাধ সভা করে কর্মসূচি শেষ করে।

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে মিথ্যাচার, সারাদেশে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদল মিছিলটি বের করে। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরিফ মিঠু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাদশা সরকার, ইখতিয়ার উদ্দিন রানা, মাহবুব হাসান লিমন, মোস্তফা কামাল ডন, সুলতান আহমেদ তুহিন, মাহমুদুল হাসান মিলন প্রমুখ।বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরিফ মিঠু জানান, পুলিশ আমাদের শান্তিপূর্ন মিছিলে বাধা প্রদান করেছে।অপরদিকে বিকেলে জেলা যুবদল সভাপতি পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ারের নেতৃত্বে যুবদলের মিছিলেও পুলিশ বাধা প্রদান করেছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বগুড়ায় মামলা দায়েরের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের হলে সদর পুলিশ ফাঁড়ির সামনে গেলে পুলিশ বাঁধা দেয়।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, সিপার আল বখতিয়ার, খাদেমুল ইসলাম খাদেম, মাসুদ রানা মাসুদ, ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, সাব্বির হোসেন বাবলু, অধ্যক্ষ শাহীন, এনায়েত উল ইসলাম রিপন প্রমুখ।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মঞ্জুরুল হক ভুইয়া জানান, দলের অভ্যান্তরে কোন্দল থাকায় যে কোন পরিস্থিতির জন্য পুলিশ সদস্য মোতায়েন ছিল। তাছাড়া শৃঙ্খল ভঙ্গ হতে পারে বলে বাধা দেওয়া হয়েছে।

(এএসবি/এসসি/ডিসেম্বর২১,২০১৪)