বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে আদমদীঘি থানা জামায়াতের আমীরসহ বিভিন্ন মামলায় ৫৬ জন গ্রেফতার হয়েছে। অভিযানে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় মাদক সংক্রান্ত, নিয়মিত মামলা এবং ওয়ারেন্টমূলে ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দিন জানান, আদমদীঘি থানা জামায়াতের আমীর আতাউর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত জামায়াতনেতা ৩ নভেম্বর জেল হত্যা দিবসে আদমদীঘিতে আওয়ামীলীগের র‌্যালীতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, সোমবার ভোর পর্যন্ত অভিযানে সদর থানা ২৩, নন্দীগ্রাম ৩, গাবতলী ৮, ধুনট ৫, দুপচাঁচিয়া ৪, সোনাতলা ৩, শিবগঞ্জ ৩, আদমদীঘি ২, শেরপুর ২, সারিয়াকান্দি ২, এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। এসময় ২০ বোতল ফেন্সিডিল, ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

(এএসবি/এএস/ডিসেম্বর ২২, ২০১৪)