সিলেট প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারপারসন তারেক রহমানকে বাংলাদেশে ও যুক্তরাজ্যে অবাঞ্চিত ঘোষণা করা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

সোমবার সিলেটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে ফারুক বলেন, তারেক রহমান শুধু শারীরিকভাবে অসুস্থ নয়, মানসিকভাবেও অসুস্থ। পলাতক আসামি হিসেবে সে অসুস্থ হয়ে পড়েছে। সে বাংলাদেশের ইতিহাস পড়ার মত লেখাপড়া করেনি। শিখেনি কোন শিষ্টাচার।

তিনি বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করার দুঃসাহস যেভাবে দেখিয়েছে, তা দেশ-জাতি মেনে নিতে পারে না। পাকিস্তানি শোষক ও তাদের দোসররা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে যে ভাষায় কথা বলতো, তারেক রহমানও আজ একই সুরে কথা বলছে। এতেই প্রমাণ করে সে পাকিস্তানের স্বার্থে কথা বলছে। সে দেশ ও জাতির শত্রু।

ফারুক বলেন, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আর বাংলাদেশ একটি আরেকটির পরিপূরক। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ আর অপরিসীম সাহসিকতা বিশ্বনন্দিত।

তিনি বলেন, বাঙালি জাতির প্রয়োজনে বঙ্গবন্ধু বারবার জেল খেটেছেন। ১৯৪৮ থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন এবং সর্বোপরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন। বহু সংগ্রাম আর লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। সুতরাং কোনো অর্বাচীন হঠাৎ করে বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।

লিখিত বক্তব্যে ফারুক বলেন, আমরা খুনি জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমানের এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাকে যুক্তরাজ্য ও বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করছি। তাকে যেখানেই পাওয়া যাবে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

তিনি বলেন, তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় দেশবাসী তার কুরুচি ও ঔদ্ধত্বপূর্ণ বক্তব্যের সমুচিত জবাব দেবে।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

(ওএস/অ/ডিসেম্বর ২২, ২০১৪)