কলাপাড়া প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে ও শাস্তির দাবিতে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল চার টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ের সামনে শহীদ শুরেন্দ্র মোহন সড়কে প্রায় একঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিন’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা , মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নাসির উদ্দিন বিপ্লব ও সদস্য-সচিব মাসুম খান প্রমুখ।

(এমকেআর/পি/ডিসেম্বর ২৩, ২০১৪)