স্পোর্টস ডেস্ক, ঢাকা : মাঠে লিওনেল মেসির গতি যে কমেছে এবার সেটার প্রমাণ মিলেছে। আগে যেখানে আর্জেন্টাইন তারকা একাই পুুরো মাঠ দাবড়িয়ে বেড়াতেন সেই মেসিই সতীর্থদের চেয়ে পিছিয়ে পড়েছেন। পর্যবেক্ষণে দেখা গেছে, চলতি মৌসুমে গড়ে সতীর্থদের চেয়ে কম দৌঁড়েছেন মেসি। প্রতি ম্যাচে তার দৌঁড়ের গতি আট কিলোমিটারের চেয়ে কম। তার চেয়ে সতীর্থরা সাড়ে তিন কিলোমিটার বেশি দৌঁড়েছেন। বার্সা তারকা জর্দি আলবা যেখানে প্রতি ম্যাচে গড়ে সাড়ে ১১ কিলোমিটার দৌঁড়েছেন। সেখানে মেসির দৌঁড়ের গড় আট কিলোমিটার। তবে তিনি যতটুকু দৌঁড়েছেন সেটা বেশ ফলপ্রসু হয়েছে। বার্সেলোনায় এবার তার কার্যকারিতার হার ৭৫ শতাংশ। যেখানে তিনি সব ধরণের প্রতিযোগিতায় ২৩ গোল করেছেন। নায়ক হয়েছেন অনেক জয়ের।

চলতি মৌসুমে মেসি কম দৌঁড়েও পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন দুটি। লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তেলমো জারাকে পেছনে ফেলে এখন তিনি সবার শীর্ষে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে এখন তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

(ওএস/পি/ডিসেম্বর ২৩, ২০১৪)