বগুড়া প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমেনাই পীর বলেছেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না।

এসব ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। সবাইকে রাজপথে প্রতিবাদ করতে হবে। দলমত নির্বিশেষে লতিফ সিদ্দিকীসহ সকল নাস্তিক এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বুধবার সকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তিনি জনসমাবেশে এ কথা বলেন।

সংগঠনের বগুড়া জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহাসচিব হাফেজ ইউনুছ আহমেদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক, পীর সাহেবের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন্দ, মোলামগাড়ি পীর শামছুল আলম, যুগ্ম মহাসচিব গাজি আতাউর রহমান প্রমুখ।

লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ও ইসলাম বিরোধী আইন প্রনয়নের দাবীতে ইসলামী আন্দোলন ঢাকা থেকে রংপুর পর্যন্ত রোড মার্চ কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ায় যাত্রাবিরতি শেষে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রোড মার্চের বহর রংপুরের উদ্দেশ্যে রওনা হয়।

(এএসবি/এটিআর/ডিসেম্বর ২৪, ২০১৪)