কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত পরিচয়ের এক গৃহবধুকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের উশ্যিতলা খালের পাড় থেকে কলাপাড়া থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে এ গৃহবধুকে হত্যা করা হতে পারে পুলিশ জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো দা ও হাতুড়ি উদ্ধার করেছে।

নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ মালেক খান জানান, স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি থানা পুলিশকে অবহিত করেন। যে স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই স্থানটি নিরিবিলি। তবে ঘটনাস্থলে উপস্থিত চার থেকে পাঁচশ গ্রামবাসী কেউই এই গৃহবধুকে সনাক্ত করতে পারেনি।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, নিহত গৃহবধুর বুকে ও মাথায় দায়ের কোপ রয়েছে। তার পড়নে হলুদ রঙের প্রিন্টের জামা রয়েছে। সে গার্মেন্টস কর্মী হতে পারে। নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানান, স্থানীয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে। ওই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও একাধিকবার তাদের গ্রেফতারের দাবি করা হলেও তারা গ্রেফতার হয়নি। উদ্ধার হয়নি তাদের ব্যবহৃত অস্ত্র। আর ঘটনাস্থল থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই একই ধরনের অস্ত্র নিয়ে একাধিকবার সশস্ত্র হামলা ও অস্ত্র মিছিল করেছে ওই বাহিনীর সদস্যরা। তাদের গ্রেফতার করতে পারলেই এই হত্যা রহস্য বেরিয়ে আসবে বলে তারা জানান।

(এমকেআর/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)