স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিসিপ্লিনারি কমিটি শেখ জামাল কোচ মারুফুল হকের শাস্তি মওকুফ করেছে। মঙ্গলবার মারুফুল হকের শাস্তি মওকুফের বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারী কমিটির গত ২৩ আগস্টের শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের তৎকালীন কোচ এ কে এম মারুফুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে প্রদত্ত শাস্তির বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর মারুফুল হক আপীল করেন। সেই আপিলের রায় হল মঙ্গলবার।

এছাড়া বাফুফে ডিসিপ্লিনারী কমিটির শাস্তি মওকুফ ছাড়াও পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী মারুফকে ৩০ হাজার টাকার যে জরিমানা করা হয়েছিল, সেটাও মওকুফ করেছে আপিল কমিটি। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'মারুফুল হকের আবেদনের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’ তিনি আরও জানান, 'এমনিতেই তার নিষেধাজ্ঞার আর মাত্র দুই মাস বাকি ছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’

(ওএস/পি/ডিসেম্বর ২৪, ২০১৪)