স্পোর্টস ডেস্ক, ঢাকা : দুই ক্লাব থেকে টাকা নেওয়ার অভিযোগে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধ করেছেন আদালত। এবারের লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সোহান। প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সোহান কোনো প্রতারণা করেনি কিংবা অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিও করেনি।

সোহানের বিরুদ্ধে অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর হাইকোর্টে মামলা করেন লুৎফর রহমান বাদলের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু। ক্লাবটির কর্ণধার ও টিটুর অভিযোগ, সময়মতো টাকা ফেরত না দেওয়ায় এবং কথা দিয়ে কথা না রাখার অভিযোগে তারা মামলা করেন। নিষিদ্ধ হওয়ার কারণে এবারের মৌসুমে আর খেলা হবে না সোহানের।

উল্লেখ্য, এবারের লিগে ১১ ম্যাচ খেলে ১০ ইনিংসে ২২৮ রান করেছেন এই সম্ভাবনাময় ক্রিকেটার।

(ওএস/পি/ডিসেম্বর ২৪, ২০১৪)