নাটোর প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী ২৬ বীর বগুড়ার শীতকালিন মহড়ারর অংশ হিসাবে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপি বিনামূল্যে গবাদি প্রাণীর চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও মিলিটারী ফার্ম ঈশ্বরদী যৌথ ভাবে এর সহযোগীতা করে।

প্রধান অতিথি হিসাবে মিলিটারী ফার্ম ঈশ্বরদীর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল বাকী ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে আসা গবাদী প্রাণীর চিকিৎসা প্রদান করেন মেজর গাজী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোনাজুল হক, ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, ক্যাপটেন প্রদীপ কুমার ও ল্যাফটেন্যান্ট মাসুদ করিম। এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, কাউন্সিলর ময়েজ উদ্দিন, শরীফুন্নেসা শিরিন প্রমূখ। ক্যাম্পে বিভিন্ন এলাকার ৫ শতাধিক গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও পায়রার চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

(এমআর/পি/ডিসেম্বর ২৪, ২০১৪)