স্পোর্টস ডেস্ক : মেক্সিকান ক্লাব কুয়েরেতারো থেকে বহিষ্কারের হুমকি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, রোনালদিনহো যদি সঠিক সময়ে ক্লাবে না ফেরেন তাহলে তাকে এই ক্লাব থেকে বহিষ্কার করা হবে।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোনালদিনহো। ছুটিতে আমেরিকা ও নিজ দেশ ব্রাজিলে গিয়েছিলেন দুইবারের বিশ্বসেরা এই ফুটবলার। এই মৌসুমেই ৩৪ বয়সী এই ফুটবলার ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেতিকো মিনেইরো থেকে কুয়েরেতারোতে যোগ দিয়েছেন।

রোনালদিনহো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি অবশ্যই মেক্সিকোতে যাব কিন্তু নির্দিষ্ট সময়ে প্রাক মৌসুমের প্রস্তুতিতে অংশ নিতে পারবো না।’

কুয়েরেতারোর প্রেসিডেন্ট আরতুরো ভিলানুয়েভা বলেন, ‘রোনালদিনহো যদি পরের সপ্তাহের মধ্যে দলে যোগ না দেয় তাহলে তার জায়গায় অন্য কাউকে দলে নেওয়া হবে।’

ক্লাবের ক্রীড়া পরিচালক জোকুইন বেলট্রান জানিয়েছেন, রোনালদিনহো মনে হয় এ ক্লাবে খেলে স্বাচ্ছন্দ বোধ করছেন না। তিনি এখানে খেলে উপভোগ করছেন না। কারণ, এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তিনটি গোল করেছেন রোনালদিনহো।

(ওএস/এটিআর/ডিসেম্বর ২৪, ২০১৪)