বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের উদ্যোগে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে রাস্তা সচল করতে স্বেচ্ছাশ্রমে কাজ করছে এলাকাবাসী। বৃহস্পতিবার ভোর থেকেই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে কাজ শুরু করেছে। জানা গেছে, হিন্দুকান্দি গ্রামের শিল্পপাড়ার পাকা রাস্তাটি গত বছর বন্যার সময় ভেঙে যায়। ফলে ওই রাস্তায় রিক্সা, ভ্যান ও মোটর সাইকেল চলাচল তখন থেকে বন্ধ হয়ে গেছে। শিল্পপাড়ার বেশীর ভাগ মানুষ বাঁশ দিয়ে জিনিস পত্র তৈরী করার কাজ করেন।

পুরুষের পাশাপাশি মহিলারাও এ কাজে সহযোগীতা করেন। বাঁশের তৈরী চাটাই, শেমাই রাখার খাঁচি সহ বিভিন্ন জিনিস পত্র তৈরী করে স্থানীয় হাটবাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। বগুড়া ও অন্যান্য জেলা থেকেও ব্যবসায়ীরা এসে এসব জিনিসপত্র ক্রয় করে থাকেন। দীর্ঘদিন হলে রাস্তাটি চলাচলের অনুপোযোগী থাকায় মালামাল পরিবহনে শিল্পপাড়া ও আশপাশের লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন রাস্তাটি পরিদর্শন করতে গেলে এলাকার লোকজন তাদের দুর্ভোগের কথা জানান এবং রাস্তাটি ঠিক করার দাবী করেন। ওই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করার জন্য তিনি উদ্যোগ নেন। ভেঙ্গে যাওয়া রাস্তাটি তিনি মাটিভরাট করে দিয়ে সহযোগীতা করতে চাইলে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসে। আলমগীর শাহী সুমনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন উপজেলাবাসী।

(এএসবি/পি/ডিসেম্বর ২৫, ২০১৪)