নাটোর প্রতিনিধি : শুক্রবার নাটোরের বাগাতিপাড়ায় হাত ও মুখে স্কসটেপ দিয়ে বাধা অবস্থায় আব্দুল মালেক (৩৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। উপজেলার মাধববাড়িয়া গ্রামে একটি ফসলের জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত আব্দুল মালেক বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর মিশ্রিপাড়া গ্রামের রহমত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে বিভিন্ন এলাকায় খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটিার দূরে উপজেলার মাধববাড়িয়া গ্রামের একটি ফসলের ক্ষেতে হাত ও মুখে স্কসটেপ সাঁটানো অবস্থায় আব্দুল মালেকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন জানান, নিহত মালেক মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দাদন ব্যবসায়ী বলেও তার পরিচিতি ছিল। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অপহরনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত কওে দেখা হচ্ছে।

(এমআর/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)