বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা আ.লীগ সভাপতির কার্যালয় ও বিএনপি অফিসে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ এবং ককটেল বিস্ফোরন ঘটেছে। বগুড়া শহর ও জেলা বিএনপি কার্যালয়ে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ এক দল যুবক রাত সাড়ে ৮টায় লাঠিসোঠা নিয়ে শহরের টিএন্ডটি অফিসের সামনে শহর বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এর কিছু পরে শহরের গালাপট্টি পরে ৭/৮টি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, শুক্রবার বিকালে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে কিছু নেতাকর্মী বগুড়া শহরে বিভিন্ন স্থানে টানানো আওয়ামী লীগের দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় বগুড়া চেম্বার ভবনে জেলা আ.লীগের সভাপতির কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুর করে। এঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাতে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে রাত সাড়ে আটটার দিকে বগুড়া শহর বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ করে হামলাকারিরা। শহর বিএনপি অফিসের পাশে দৈনিক মুক্ত সকাল পত্রিকা অফিসের সামনে রাখা ফটো সাংবাদিক এটি বাবুর মোটর সাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর রাত ৯টার সময় শহরের গালাপট্টি মোড়ে দ্বিতীয় দফায় আরো ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ৯টায় থানা মোড়ে আরো দুটি ককটেল বিস্ফোরণ হয়। এসব ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করে এবং সাধারণ জনগণ দিকবিদক ছুটে চলে যায়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী (তদন্ত) জানান, শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সার্বিক নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কেউ আহত হয়নি।

(এএসবি/এইচআর/ডিসেম্বর ২৭, ২০১৪)