সিংড়া (নাটোর) প্রতিনিধি :সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাদিসহ অবসর  (পেনশন-গ্রাচুইটি) সুবিধা বাস্তবায়নের দাবীতে নাটোর জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় সিংড়া পৌর সম্মেলন কক্ষে বাংলাদেশ পৌর কর্মকর্তা ও কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিংড়া পৌরসভার সচিব আবদুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংড়া পৌর মেয়র ম্যাব মহাসচিব মু.শামিম আল রাজি।

বিশেষ অতিথির বক্তব্য বগুড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা ও কর্মচারী ফেডারেশনের নাটোর জেলা শাখার জুলফিকুল হায়দার বাবু, কাজী আবুল কালাম আজাদ, কাজী শরিফুল ইসলাম, বনপাড়া পৌরসভার আবদুল হামিদ শেখ, গোপালপুর পৌরসভার মকবুল হোসেন, নলডাঙ্গা পৌরসভার বুলবুল হোসেন, গুরুদাসপুর পৌরসভার দিল মোহাম্মদ,এমদাদুল হক মোল্লা, সিংড়া পৌরসভার জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

সভার শুরুতে ম্যাব মহাসচিব মু. শামিম আল রাজি ও শেষে ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির হাতে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ পৌর কর্মকর্তা ও কর্মচারী এ্যাসোসিয়েশনের নাটোর জেলা শাখার প্রতিনিধিগণ।

(এমএমআর/এসসি/ডিসেম্বর২৭,২০১৪)