স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘সন্ত্রাসী হরতাল’ দেশের জনগণ মানে না।  জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে।

সোমবার সকালে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে আওয়ামী সমর্থক জোট আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, বিএনপি গত রবিবার বাসে আগুন দিয়ে প্রমান করেছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না। শান্তিপূর্ণ হরতালের নামে বাসে আগুন দিয়েছে। পেট্রোল বোমা মেরেছে।

তিনি বলেন, সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। ভবিষ্যতে তাদের (বিএনপির) এই সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো বরদাস্ত করা হবে না।

ত্রাণমন্ত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ মানুষ। শান্তিতে বিশ্বাস করি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে আমরা মাঠে আছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে আছে।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)