বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, বিএনপি গণতন্ত্র ও শান্তিতে বিশ্বাস করে না। হরতালের আগের দিন গাড়ীতে অগ্নিসংযোগ করে সারাদেশে আতংক সৃষ্টি করেছে। হরতাল চলাকালে নোয়াখালিতে পিকেটারদের ঢিলের আঘাতে স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।

হত্যা, অগ্নি সংযোগ, জ্বালাও পোড়াও হচ্ছে বিএনপি জোটের রাজনীতির চিত্র। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতেই হরতাল ডেকেছে তারা। অযৌক্তিকভাবে হরতাল ডেকে বিএনপি জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সোমবার বেলা ১২ টায় শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের হরতাল বিরোধি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। এর আগে জেলা আওয়ামী লীগের বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে।

মিছিল শেষে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, এড. আমানুল্লাহ আমান, আনিছুজ্জামান মিন্টু, এসএম শাহজাহান, এড.জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, শাহাদৎ হোসেন শাহীন, ওবায়দুল হাসান ববি, সুলতান মাহমুদ খান রনি, সাইফুল ইসলাম বুলবুল, আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সাহীন, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, ডালিয়া নাসরিন রিক্তা, উদয় কুমার বর্মন, জুলফিকার রহমান শান্ত, শহিদুল ইসলাম বাপ্পি, মশিউর রহমান মন্টি, আসলাম হোসেন প্রমুখ।

(এএসবি/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)