স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিএনপি জোটের হরতাল চলাকালে পিকেটারদের ছোঁড়া ঢিলে শিক্ষিকা নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এ ঘটনা মর্মান্তিক, দুঃখজনক। আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।

আজ নোয়াখালীর মাইজদী পৌরবাজারে পিকেটারদের ঢিলের আঘাতে রাজধানীর আগারগাঁওয়ের তাওহীদ ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার ঝর্ণার মৃত্যু হয়।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষিকা জরুরি কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন, বিশেষ প্রয়োজন না থাকলে এমন দিনে কেউ বের হন না। তাকে হত্যা করা হলো। তাদের কাছে কে নিরাপদ?

হরতালকে ‘ফল’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ফলহীন, স্বার্থহীন হরতাল জাতির বিরুদ্ধে যাচ্ছে। এতে শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে যাচ্ছে।

মন্ত্রী বলেন, হরতালের নামে শিক্ষককে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। স্কুল শিক্ষিকাকে হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোয়াখালী জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনতিলম্বে এসব কর্মসূচি বন্ধ করার কথা বলেন শিক্ষামন্ত্রী।

(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)