স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। কিন্তু চার বছরের ব্যবধানে সেই আসরের জন্য ভারতের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়লেন তিনি। ক্ষোভ বোধ হয় সামলে রাখতে পারছেন না। কী আর করার? জবাবটা যদি ব্যাটে দেওয়া যায়, তাহলে অন্য উপায় খুঁজে লাভ কী? যুবরাজ বেছে নিলেন সেই পন্থাই। চলমান রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলে সেঞ্চুরির হ্যাটট্রিক পূর্ণ করলেন যুবরাজ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের এই তারকা ক্রিকেটার ১০৬ রান নিয়ে অপরাজিত আছেন। রঞ্জি ট্রফিতে ৫ ইনিংসে তার সংগ্রহ ৪৪৩ রান। গড় ১০৮.৫০। তার দলও বড় সংগ্রহের দিকে এগোচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌরাষ্ট্রের বিপক্ষে পাঞ্জাবের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৪৮ রান।

(ওএস/পি/ডিসেম্বর ২৯, ২০১৪)