নাটোর প্রতিনিধি : নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, অতীতের সরকারের আমলে নাটোরের উন্নয়নে বৃহৎ কোন পরিকল্পনা গ্রহন করা হয়নি। সেসময় স্থানীয় জনপ্রতিনিধিরা শুধুমাত্র আশ্বস্তই করেছেন কোন কাজ বাস্তবায়ন করেনি। তাই বর্তমান সরকারের মেয়াদেই নাটোরকে আধুনিক নগরীতে পরিনত করা হবে। এজন্য ব্যাপক পরিকল্পনা গ্রহন করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সেসমস্ত উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নাটোরে গ্যাস সংযোগের আশ্বাস দিয়েছেন । এই সরকারের মেয়াদেই নাটোরবাসী গ্যাস সংযোগ পাবেন।

সোমবার নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় শহীদ রেজা উন নবী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি এসএম মকছেদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নলডাঙ্গা থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম ফিরোজ, নাটোর পৌর আওয়ামীলীগ সভাপতি অপূর্ব চক্রবর্তী, শ্রমিকলীগ নেতা সৈয়দ মর্তুজা আলী বাবলু, জেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সদ্য আওয়ামীলগে যোগদানকৃত আওয়ামীলীগ নেতা ফেদৌস উর রহমান মুক্তা, প্রধান শিক্ষক শাজাহান আলী প্রমুখ। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বিদ্যালয়ের উন্নয়নে কম্পিউটার ল্যাব, বাউন্ডারী ওয়াল, মেয়েদের কমন রুম নির্মানে ঘোষনা সহ খেলাধুলা সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি এলাকার আইন শৃংখলার উন্নয়ন ও স্কুলগামী মেয়েদের উত্ত্যক্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।


(এমআর/অ/মে ০৫, ২০১৪)