স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরমেটেই ভারতকে নেতৃত্ব দিয়ে আসছেন মহেন্দ্র সিং ধোনি। বিদেশের মাটিতে টেস্টে তার অধীনে ভালো করতে পারছে না টিম ইন্ডিয়া। এভাবে চলতে থাকলে ভিন দেশে নাকি ভারতীয় ক্রিকেটারদের মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাই ধোনির টেস্ট অধিনায়কত্ব নিয়ে আবারও প্রশ্ন ছুড়লেন তিনি।

এক বিবৃতিতে সৌরভ গাঙ্গুুলি বলেন, ‘এমন নয় যে, এই সিরিজের প্রথম দুটো টেস্ট ম্যাচে ধোনির অধিনায়কত্ব দেখে এ কথা বলছি। বেশ কিছুদিন ধরেই সে সমস্যায় পড়ছে। টেস্টে ভারতীয় দলের যে রকম পারফরম্যান্স হওয়া উচিত, ধোনি সেই জায়গায় দলটাকে নিয়ে যেতে পারছে না! এর পর কী করবেন, সেটা নির্বাচকদের ব্যাপার। তবু বলছি, অধিনায়ক হিসেবে ধোনি অনেক সময় পেয়েছে। ৬০টির কাছাকাছি টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছে। এই সময়টা সত্যিই অনেক।’
তবে ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতেও ভুল করেননি গাঙ্গুলি, ‘ধোনি ভালো মানের অধিনায়ক। এতে সন্দেহ নেই। ওয়ান ডে ক্রিকেটে তার যা রেকর্ড, তাতে এ কথা বলাই যায়। কিন্তু বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ধোনির পারফরম্যান্স কিছুটা পড়ে গেছে। সিরিজ এখনো শেষ হয়নি। অন্য কিছু ঘটতেও পারে। সেক্ষেত্রে সিরিজ শেষে আমরা অন্য কথা বলার সুযোগ পাব। আশা করি সে নিজেকে বদলাবে। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
এদিকে, ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকেই পছন্দ বলে অভিমত প্রকাশ করেছেন সৌরভ। তিনি মনে করেন, দলকে উজ্জীবিত করতে কোহলিই এখন সময়ের দাবি।
ভারতের পোস্টার বয়ের বন্দনা করতে গিয়ে সৌরভ বলেন, ‘ আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে কোহলি। দলে একটা ইতিবাচক অধিনায়ক নিয়ে আসা প্রয়োজন। বিশ্বকাপে ধোনি দলকে নেতৃত্ব দেবে। তারপর কী করা যায়, ভাবতে হবে। কোহলির ধৈর্য্য দারুণ লাগে। এই মুহুর্তে এটা দলের জন্য খুবই প্রয়োজন। কোহলির মধ্যে যা যা দেখছি, সবই আমার পছন্দ হয়েছে।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৪)