নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এম এস ডাইং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে পুড়ে গেছে ওই ফ্যাক্টরির বিপুল পরিমাণ কাপড়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিনজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এম এস ডাইং ফ্যাক্টরিতে বয়লার রুমের এসি থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এর আগেই আগুনে পুড়ে যায় ওই ডাইং কারখানার বিপুল পরিমাণ কাপড়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিনজন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মমতাজউদ্দিন আহম্মেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৪)