দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় এবার পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। আর ফলাফলের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা রয়েছে এগিয়ে।

জেএসসি পরীক্ষায় দিনাজপুরে এবার পাশের হার শতকরা ৯০ দশমিক ১০ ভাগ। গতবছর এই পাশের হার ছিলো-৮৮ দশমিক ৯১ শতাংশ। আর এই বোর্ডের অধীনে এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১৪ হাজার ৪২০ জন। গতবছর জিপিএ-৫ পায় মোট ১৫ হাজার ৮৩৬ জন।
ছাত্রীদের পাশের হার ৯০ দশমিক ৪৭ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ৭২ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ১ লাখ ৯৫ হাজার ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ৭৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থী।

এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের মোট ৩ হাজার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাশ করেছে ৮২৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি।

ফলাফলের দিক থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থানে-দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে রংপুরের দ্য মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ।

(একে/এটিআর/ডিসেম্বর ৩০, ২০১৪)