স্টাফ রিপোর্টার : আগামী বছর থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার আগের দিন রাতে ডিসিদের কাছে প্রশ্নপত্র পাঠানো হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

মঙ্গলবার দুপুর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার আগের দিন রাতে প্রতিটি জেলার ডিসিদের কাছে পাঠানো হবে। সেখান থেকেই প্রশ্নপত্র মুদ্রণ হবে। আগামীতে প্রশ্নপত্র ফাঁসের কথা আর শুনতে হবে না।

তিন বলেন, প্রাথমিক শিক্ষাকে এখনো আমরা প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে পারিনি। তবে প্রত্যাশিত জায়গায় নেওয়ার লক্ষে আমরা কাজ করছি।

গত বছর পিইসিতে পাসের হার ছিল ৯৮.৫৮ শতাংশ। এ বছর ৯৭ দশকি ৯২ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, হঠাৎ করে এর কারণ বলতে পারবো না। পাসের হার কমে যাওয়ার কারণ গবেষণা করে দেখতে হবে।

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে সরকারি বিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিদ্যালয় অনেক এগিয়ে রয়েছে। এর কারণ জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, যারা লেখাপড়া করবে তারাই ভাল রিজাল্ট করবে। তবে সরকারি বিদ্যালগুলোর শিক্ষদের আরও বেশি দরদী হতে হবে।

(ওএস/এএস/ডিসেম্বর ৩০, ২০১৪)