নড়াইল প্রতিনিধি : নড়াইল কৃষি ও কারিগরি কলেজের কৃথি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ গভর্নিংবডির সভাপতি ভগিরত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, নড়াইল আব্দুল হ্ইা সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী, প্রভাষক গৌর চন্দ্র গাইন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, কলেজ গভর্নিংবডির সদস্য শেখ হানিফ, মুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র বিশ্বাস, ভাঙ্গুরা কলেজের প্রভাষক তরফদার রেজাউল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সসীম কুমার সরকার।

বক্তারা, জেলার একমাত্র কৃষি ও কারিগরি কলেজটিকে এমপিওভুক্তির দাবি জানান এবং কলেজের অবকাঠামো উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নবীনবরণ অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে বেশ কয়েকটি স্টল প্রদর্শণ করেন। এরমধ্যে একটি বাড়ি একটি খামার, ভেষজ পদ্ধতিতে ক্ষতিকারক পোকামাকড় দমন, ভার্মি কম্পোষ্ট, জৈব সার উৎপাদন ও প্রয়োগসহ বিভিন্ন কৃষি বিষয় ভিত্তিক এসব স্টলের মাধ্যমে কৃষকরা আধুনিক এসব পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জন করেন।

(টিএআর/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)