রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কুমিল্লা বোর্ডের আধিনে জেএসসিতে ৮০জন, জেডেসিতে ৪৫জন, পিএসসিতে ১৮০জন ও এবতেদায়িতে ১৮জন জিপিএ ৫ পেয়ে উত্তির্ণ হয়েছে। জেএসসিতে পাশের হার ৭৩%, জেডেসিতে ৬৫%, পিএসসিতে ৯৩.৯৫% ও ও এবতেদায়িতে ৮৩.৭৮%।

জেএসসিতে ৩২২৮জনের মধ্যে ২০৩৫৮জন, পিএসসিতে ৫৩৫৭ জনের মধ্যে ৫২৯৫জস এবতেদায়িতে ১১২০জনের মধ্যে ১০৬৪জন পাশ করেছে। জেএসসিতে রায়পুর মাচ্ছেন্টস একাডেমী ৩১জর, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ১৮জন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১০জন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ৪জন,বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় ৬জন, কাজির দীঘির পাড় ও এলকেএইচ উপকুলীয় উচ্চ বিদ্যালয় ২ জন, কাদের একাডেমী ও দক্ষিন রায়পুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়, কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়, চর আবাবিল এসসি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়ে উত্তির্ণ হয়েছে।

(পিকেআর/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)