খুলনা প্রতিনিধি : খুলনার চুকনগরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল তরিকুল মোটরসাইকেল যোগে যশোর থেকে খুলনা যাওয়ার পথে মহাসড়কের নুরানিয়া ফাজিল মাদ্রাসার নিকটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে চুকনগরের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও আর কোনো উন্নতি না হওয়ায় ঢাকায় পাঠানোর পথে তার মৃতু্যু হয়।

নিহত ব্যক্তি তরিকুল যশোর জেলার শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। চুকনগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ তার ব্যবহৃত নম্বর বিহীন বাজাজ প্লাটিনা মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে রেখেছে।

(ওএস/অ/ডিসেম্বর ৩০, ২০১৪)