বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের অভিযানে জামায়াত শিবিরের ১১ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, পুলিশের অভিযানে জামায়াতের রোকন সদস্য সামাদ, আজিজুল হক কলেজ শাখা শিবিরের প্রচার সম্পাদক জুলফিকার, আইএইচপি শাখা শিবির সভাপতি সাজেদুর রহমান সজিবসহ ১১ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে সদর থানা পুলিশ ৪ জন এবং অন্যান্য থানা পুলিশ ৭জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে।

(এএসবি/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৪)