বগুড়া প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রীজ এলাকায় বাসে তল্লাসী করে ভারতীয় আড়াই লাখ জাল ভারতীয় রুপি সহ নাজিম উদ্দীন (৪৪) নামক এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে আদমদীঘি থানায় ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আদমদীঘির ইন্দইল ব্রীজ এলাকায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নের্তৃত্বে একটি দল অভিযান চালিয়ে বিআরটিসির একটি বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশী চাপাইনবাবগজ্ঞ জেলার শিবগজ্ঞ থানার তেলকুপি গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে নাজিম হোসেন (৪৪) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাজিম হোসেন জানায়-ভারতীয় জাল রুপিগুলো দিনাজপুর একটি চোরাকারবারী চক্রের নিকট দেয়ার জন্য এই পথে যাচ্ছিল। বুধবার নাজিম হোসেনকে পুলিশ আদালতে পাঠিয়েছে।

(এএসবি/এএস/ডিসেম্বর ৩১, ২০১৪)