স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি ধোনির টেস্ট থেকে হঠাৎ অবসরের ঘোষণায় ভীষণ অবাক হয়েছেন। এর কদিন আগেই ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন গাঙ্গুলি। ভারতের প্রভাবশালী পত্রিকা ‘হিন্দুস্থান টাইমস’এ ধোনিকে নিয়ে গাঙ্গুলি লেখেন, ‘আমি মনে করি তার(ধোনি) অধিনায়কত্ব থেকে সরে আসার সিদ্ধান্তটা সঠিক ছিলো। একই সাথে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা ভুল।’

তিনি লেখেন, ‘আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি। তাই আমি জানি, এসময় ধোনির উচিত ছিলো অধিনায়কের পদ থেকে সরে এসে উইকেটের পিছনে এবং ব্যাট হাতে স্বচ্ছন্দে খেলে যাওয়া।’

প্রসঙ্গত, চলতি সপ্তাহে সৌরভ গাঙ্গুলি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দেন ধোনিকে। একই তিনি জানান, ধোনি নয়, বিরাট কোহলিই এখন ভারতের টেস্ট দলের দায়িত্ব পাওয়ার যোগ্য।

(ওএস/পি/জানুয়ারি ০১, ২০১৪)