ডেস্ক রিপোর্ট : আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার ঊর্ধ্বমুখী রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। দিনের প্রথম ঘণ্টায় টাকার পরিমাণে লেনদেনও তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৪ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১২৪ কোটি ২ লাখ ২ হাজার টাকা।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। আলোচ্য সময়ে এ কোম্পানির ৮ লাখ ৩৭ হাজার শেয়ার ২২ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫০৬ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৬৮ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭১৩ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৪ লাখ টাকা।

(ওএস/এইচআর/মে ০৬, ২০১৪)