ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট শহরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের সোহেল মণ্ডল (৩২), শাওন আহম্মেদ (২০) ও চরধুনট গ্রামের নুরুজ্জামান মিয়া (২৮)।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ধুনট শহরের প্রধান সড়কের পাশে অবস্থিত রতন ইলেক্ট্রনিক্স, বকুল চশমা ঘর, আব্দুর রহিমের হার্ডওয়ার, বেলাল হোসেনের তেলের মিল, সনি ও মতিউরের ভ্যারাইটি স্টোরে চুরি সংঘটিত হয়। এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১২ লাখ টাকার মালামাল চুরি হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, চুরির ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

(ওএস/পিবি/ জানুয়ারি ০২, ২০১৫ )