গোপালগঞ্জ প্রতিনিধি : ৬৭ ফুট দীর্ঘ, ৩৬০ পাউন্ড ওজনের কেক কেটে ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো টুঙ্গীপাড়া উপজেলা ছাত্রলীগ। নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করেন।

শনিবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হালিম। এর আগে উপজেলার পাটগাতী উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে জন্মদিনের বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মাজারের পাবলিক প্লাজায় জন্মদিনের কেক কাটা হয়।

এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সহ-সভাপতি শুকুর আহম্মেদ, যুগ্ম-সাধারন সম্পাদক সোলায়মান বিশ্বাস, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন খোকনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৬৭ ফুট দীর্ঘ ও আড়াই ফুট প্রস্থ কেক তৈরী করেছেন স্থানীয় নিউ ভাই ভাই বেকারী। ৩৬০ পাউন্ড ওজনের কেকটি দুই দিন ধরে তৈরী করেন যতিন্দ্র মোহন ও কাদু বিশ্বাস নামে দুই ভারতীয় কারিগর। এতে প্রায় ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে বলেও তিনি জানান।
অপরদিকে, বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ ও রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে জন্মদিনের বর্ণাঢ্য রালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ জন্মদিনের কেক কাটেন। এ সময় জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএইচএম/পি/জানুয়ারি ০৩, ২০১৫)