রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার (৩ জানুয়ারি) ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিকাল সাড়ে ৪টায় শহরে আনন্দ র‌্যালি ও পরে রায়পুর অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।

এ সময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগে প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, উপজেলা আ’লীগের সভাপতি তোজাম্মেল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, আ’লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান, এ্যাড. মিজানুর রহমান, শাহজাহান কামাল, পৌর আ’লীগের আহবায়ক জামশেদ কবির বাকি বিল্লাহ, যুগ্ম আহবায়ক গোলাম হায়দার চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান রাছেল, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপন, সধারণ সম্পাদক, মনিরুজ্জামান পাটোয়ারী, সালাউদ্দিন আহম্মে বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি সোহরাব হোসেন ও ফিরোজ আলম প্রমূখ।

সভায় বক্তারা, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে বলেন। এছাড়াও ছাত্রলীগের ঐতিহ্য ও সংগ্রামের নানা সাফল্য তুলে ধরা হয়।

(এমআরএস/পি/জানুয়ারি ০৩, ২০১৫)