নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার ফতুল্লায় একটি রফতানীমুখী তৈরি পোশাক কারখানায় স্টীম বয়লার বিস্ফোরিত হয়ে প্রতিষ্ঠানের এক শ্রমিকসহ ১০ জন পথচারী আহত হয়েছেন।

শনিবার রাতে ফতুল্লার গাবতলী এলাকায় অবস্থিত আমানা গার্মেন্টের ৬ষ্ঠ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ৩ পাশের জানালার গ্লাস ভেঙ্গে আশাপাশের বাসাবাড়ি ও সড়কে ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার রাজিব জানান, রাত সাড়ে ৮ দিকে আকস্মিক ৬ষ্ঠ তলার সুইং সেকশনের স্টীম বয়লার বিস্ফোরিত হয়। ছুটি হয়ে যাওয়ায় ওই সময় ওই ফ্লোরে ফিনিশিং সুপারভাইজার জসিম উদ্দিন ছাড়া অন্য কেউ ছিল না। বিস্ফোরণে সে আহত হয়।

এদিকে বিস্ফোরণের শব্দে প্রতিষ্ঠানের থাই গ্লাসগুলো চুর্ণ-বিচুর্ণ হয়ে পাশের রাস্তায় পড়লে ৮/৯জন পথচারী কাঁচের আঘাতে আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে জামাল, বাবু, আসলাম ও রফিকের নাম জানা গেছে। কাঁচের আঘাতে ৩-৪টি প্রাইভেট কার ও ২/৩টি মোটরসাইকেলের চাকা পাঙ্কচার হয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন বিস্ফোরণে জসিম নামে প্রতিষ্ঠানের এক শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বাইরে কাঁচের টুকরা পড়ে আরও বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন।

(ওএস/এটিআর/জানুয়ারি ০৪, ২০১৪)