স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এতদিন সরকার গণতন্ত্র অবরুদ্ধ করে রেখেছিলো আর এখন দেশনেত্রী খালেদা জিয়া অবরুদ্ধ করেছে।

রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যে কোনো মূল্যে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আর এক মূহুর্তও ঘরে বসে থাকার সুযোগ নেই। যার যার অবস্থান থেকে গ্রাম-বাংলার পাড়া মহল্লায় গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়তে হবে।’

আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে পুলিশ প্রহরায় আটকে রাখা হয়েছে। বালুর ট্রাক দিয়ে তাকে চিরদিন আটকে রাখা যাবে না। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ যখন ঝাঁপিয়ে পড়বে তখন সরকারের কোনো বাহিনীই কাজে আসবে না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকুমার বড়ুয়া, সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিস্টার রুহিন ফারহান প্রমুখ।

(ওএস/এটিআর/জানুয়ারি ০৪, ২০১৪)