স্টাফ রিপোর্টার, ঢাকা : গুলশানে বিএনপির কার্যালয়ের পাশে অবস্থানরত সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। দুপুর সোয়া ৩ টায় পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটে।

হামলায় বেসরকারী টিভি চ্যানেল আরটিভি ইকবাল, আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মামুন স্ট্যালিন, বাংলা ট্রিবিউনের সালমান তারেক, আরটিএনএনের শামছুজ্জামান নাঈম, দৈনিক নতুন সময়ের হোসাইন তারেক, দৈনিক বাস্তবায়নের সোহেলী পারভীন শিখাসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। পুলিশ হামলার ব্যাপারে কোন কথা বলতে রাজী হননি।

তবে সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও রুহল আমীন গাজী এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গুলশানে উত্তেজনা দেখা দিয়েছে।

(ওএস/অ/জানুয়ারি ০৪, ২০১৫)