বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে পেশাজীবি মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপি বগুড়া জিলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। 

কর্মশালা উপলক্ষে বেলা সাড়ে ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ’র রাজশাহী অঞ্চলের উপ পরিচালক উত্তম কুমার বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ। স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ’র বগুড়া সার্কেল’র সহকারি পরিচালক (ইঞ্জি.) জিয়াউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান, সির্ভিল সার্জন মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াদুদ প্রমুখ। এসময় জেলা মটর ও ট্রাক পেশাজীবি চালক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মশালার জেলার কর্মরত ২৮০ জন চালক ও শ্রমিক অংশ গ্রহন করেন।

(এএসবি/এএস/জানুয়ারি ০৪, ২০১৫)