নিউজ ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা অর্দ্ধেন্দু শেখর রায়ের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী ৫ জানুয়ারি সোমবার। ২০০০ সালের এই দিনে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় তাঁর।

স্বর্গীয় অর্দ্ধেন্দু শেখর রায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সমবায় বিভাগের কর্মকর্তা থাকাকালে পাকিস্তান সরকারের প্রতি বিদ্রোহ করে স্বাধীন বাংলা বিপ্লবী সরকারের আনুগত্য প্রকাশ করেন। পরবর্তীতে ভারতে গিয়ে মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়ে প্রশিক্ষণ নেন এবং দেশের অভ্যন্তরে এসে কুষ্টিয়া অঞ্চলে বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেন।

অর্দ্ধেন্দু শেখর রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এক্তারপুর গ্রামের পৈতৃক নিবাস ও ফরিদপুর শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রয়াত এই মুক্তিযোদ্ধার তিন সন্তান সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তাঁরা হলেন- দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায়, বাংলানিউজ২৪.কম এর অ্যাক্টিং আউটপুট এডিটর অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর সংবাদদাতা অভিজিৎ রায়।

(ওএস/অ/জানুয়ারি ০৪, ২০১৫)