স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ফুটবলের একমাত্র সফল সাবেক কোচ জর্জ কোটন গত ডিসেম্বরে আবাহনীতে নাম লিখিয়েছেন। সদা হাস্যজ্বল এই অস্ট্রিয়ান কোচ এসেই ইংগিত দিয়েছিলেন দলে যুক্ত হতে পারে বেশ কয়েকজন বিদেশী ফুটবলার। দলের বর্তমান অবস্থা বিবেচনা করে এবার আবাহনীতে যুক্ত করা হচ্ছে তিন হাঙ্গেনিয়ান ফুটবলার। আগামী ৮ জানুয়ারী ঢাকার মটিতে পা রাখবে তিন হাঙ্গেনিয়ান ফুটবলার।

দলের দ্বায়িত্ব নিয়েই প্রথমে তিনি একটি প্রীতি ম্যাচে খেলিয়েছেন বাংলাদেশ সোনাবাহিনীর ফুটবল দলটির বিপক্ষে, ম্যাচে আবাহনী ৩-০ গোলে জয় পায়। তারপরেই দলটির বর্তমান অবস্থার কথা বিবেচনা করে তিন বিদেশী ফুটবলারের ডাক পাঠান জর্জ। দুই জন স্ট্রাইকার ও এক জন মিডফিল্ডার।

তিন খেলোয়াড় সম্পর্কে অস্ট্রিয়ান বংশদ্ভুত কোচ জর্জ কোটন জানান, ' মূলত দলের ঘাটতি পূরণে তাদের আনা হচ্ছে। দেশীয় খেলোয়াড়দের নিয়ে বেশ ভালো দল গড়েছে আবাহনী। কিন্তু বাংলাদেশের ঘরোয়া লিগে আগে থেকেই বিদেশী ফুটবলারদের দাপট। বিদেশিরাই দলের ভাগ্য পরিবর্তন করে দেয়, তাই দলটির ঘাটতি পূরণে এই তিন ফুটবলারকে আনা হচ্ছে।'

(ওএস/পি/জানুয়ারি ০৪, ২০১৪)