রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর কৃষক লীগের সভাপতি শাহিন ভূঁইয়া ও যুবলীগ কর্মী নাঈমকে কুপিয়ে আহত করেছে বিএনপি ও যুবদল কর্মীরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে রায়পুর শহরের বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসনে প্রায় ৫০ থেকে ৬০ রাউন রাবার বুলেট ও ১০ রাউন টিয়ারসেল নিপেক্ষ করে। পরে পুলিশ বিএনপি নেতা ও ৮নং চরবাংশী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদসহ ৫ জনকে আটক করেন।

আহত কৃষক লীগ নেতা শাহিন ভূঁইয়াকে নোয়াখালী হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। যুবলীগ কর্মী নাঈমকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর উপজেলার বামনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতকর্মীর মিছিল নিয়ে রায়পুর শহরে আসেল বিএনপি কর্মীরা মিছিলে হামলা করে আওয়ামী ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে উত্তেজিত আওয়ামী লীগ কর্র্মীরা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় কৃষকলীগ নেতা শাহিন ভূইয়া ও যুবলীগ কর্মী নাঈমের ওপর বিএনপি ও যুবদল কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের কুপিয়ে মারাত্মক আহত করে টিএনটি রাস্তার পাশে ফেলে রেখে যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, ফের কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক রয়েছে। এঘটনার মামলার প্রস্তুতি চলছে।

(এমআরএস/পি/জানুয়ারি ০৫, ২০১৪)