নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করার অভিযোগে জেলা ছাত্রশিবিরের সভাপতি সহ তিন শিবির কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁশিলা গ্রামে একটি ইসলামী জালসা শেষে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ, ১২-৯৮০১) জব্দ করা হয়। আটককৃতরা হলো নাটোর শহরের বলারীপাড়া এলাকার মৃত মোজাহেদ আলীর ছেলে এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আলমঙ্গীর হোসেন (৩৫), খুলনার কয়রা উপজেলার কাঠমারচর গ্রামের আব্দুল জব্বারের ছেলে শিবিরকর্মী রবিউল ইসলাম(২৮) ও যশোরের কোতয়ালী উপজেলার চামড়া গ্রামের সালাউদ্দিন আহম্মেদের ছেলে শিবিরকর্মী মোভন আহম্মেদ(২৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল থেকে বাঁশিলা গ্রামে স্থানীয়দের উদ্যোগে রাজিয়া আফসার নুরানী ও হাফেজিয়া ম্দরাসার উন্নতি কল্পে এক তাফসিরুল মাহফিলের আয়োজন করা হয়। গভীর রাতে মাহফিলের প্রধান বক্তা মাওলানা আমিরুল ইসলাম বেলালী সরকারের বিরুদ্ধে উস্কানী মুলক ও প্রধানমন্ত্রীর নামে নানা কুটক্তিমুলক বক্তব্য দেয়। এ নিয়ে স্থানীয় মুসল্লীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে মাহফিল শেষে রাত সোয়া একটার দিকে মাহফিল সংলগ্ন একটি বাড়িতে গোপন বৈঠক বসে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় মাওলানা বেলালী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ইসলামী ছাত্রশিবিরের নাটোর জেলা সভাপতি আলমঙ্গীর হোসেন (৩৫), খুলনার কয়রা উপজেলার কাঠমারচর গ্রামের আব্দুল জব্বারের ছেলে শিবিরকর্মী রবিউল ইসলাম(২৮) ও যশোরের কোতয়ালী উপজেলার চামড়া গ্রামের সালাউদ্দিন আহম্মেদের ছেলে শিবিরকর্মী মোভন আহম্মেদ(২৫ কে আটক করে পুলিশ।

নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতরা সকলেই ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

(এমআর/পি/জানুয়ারি ০৭, ২০১৪)