সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চলছে বিএনপি’র নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন। বুধবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রীজ এলাকায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরন ঘটায়। এখান থেকে পুলিশ মেহেদী, আবদুল্লাহ ও নোমান নামে বিএনপি ও জামায়াতের তিন কর্মীকে আটক করে।

এ দিকে সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মহাসড়ক দিয়ে কিছু মালবাহি ট্রাক ও হালকা যানবাহন চলাচল করছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বা দুরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। এতে দূরভোগে পড়েছে সাধারন যাত্রীরা। এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহীনীর সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া উল্লাপাড়া থেকে পুলিশ এক বিএনপি কর্মীকে আটক করেছে।

(এসএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)