গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় ৩ সরকারী কর্মকর্তা আহত হয়েছেন। এক পর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে শ্রীপুরের ইউএনও ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। তিতাস গ্যাসের জন্যে নতুন সঞ্চালন লাইন নির্মানের জন্যে জমি অধিগ্রহনের জরিপ করতে গেলে ওই হামলা চালানো হয়। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামে।

জানা গেছে, শ্রীপুর উপজেলার দুর্লভপুর থেকে গাজীপুর জেলা সদর পর্যন্ত ৩০ কিলোমিটার উচ্চ চাপের গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের জন্যে জমি অধিগ্রহনের জরিপ কাজ করতে তিতাস গ্যাস ও গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভ’মি হুকুম দখল শাখার (এল.এ) কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার দুপুরে শ্রীপুর যায়। সোনাকর এলাকায় জরিপ চালানোর সময় বিকেল সাড়ে ৩টার দিকে কতিপয় উশৃংখল লোকজন তাদের ঘেরাও করে। পরে খবর বরমী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বেপারী ঘটনাস্থলে আসেন। পরে তার নেতৃত্বে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালানো হয়। এলোপাতাড়ি হামলায় এলএ শাখার কানুনগো সাইফুল ইসলাম, সার্ভেয়ার আবদুল জলিল ও তিতাস গ্যাসের সার্ভেয়ার জসিম উদ্দিন গুরুতর আহত হন। এক পর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদেকুর রহমান একঘন্টা পর তাদের উদ্ধার করেন।

গাজীপুরের ভূমি হুকুম দখল কর্মকর্তা ও এনডিসি মো. সাজিদ আনোয়ার জানান, চেয়ারম্যান আবদুর রাজ্জাক বেপারীর নেতৃত্বে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা হয়েছে। হামলায় তারা গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীপুর থানার ওসি মহসিন-উল-কাদির জানান, আহতরা সবাই সরকারী কর্মকর্তা কর্মচারী। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যোগাযোগ করা হলে চেয়ারম্যান রাজ্জাক বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় উত্তেজিত জনতার হাত থেকে আমি ওই কর্মকর্তাদের উদ্ধার করেছি।

(এসএএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)