সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর আম্বরখানায় ঝটিকা মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল নেতা-কর্মীরা। এসময় একটি সিএনজি অটোরিকশায় আগুন ও তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
বুধবার সকাল ৮টার দিকে আম্বরখানা কলোনি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আম্বরখানা কলোনি স্কুলের সামনের গলি থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি আম্বরখানা ইস্টার্ন প্লাজার সামনে এসে পুনরায় কলোনি স্কুলের সামনে ফিরে যায়। এ সময় মিছিল থেকে ৬টি ককটেল ছোড়া হয়। এর মধ্যে ৪টি বিস্ফোরিত হয় ও ২টি অবিস্ফোরিত থেকে যায়। ছাত্রদল নেতা-কর্মীরা সিএনজি চালিত ৩টি অটোরিকশা ভাঙচুর ও একটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
সহিংসতার খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি গৌসুল আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করেন।
ওসি গৌসুল আলম জানান, আম্বরখানায় দুর্বৃত্তরা গলির ভেতর থেকে একটি সিএনজি অটোরিকশায় ককটেল ছুড়ে মারে। এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত আরও দুইটি ককটেল উদ্ধার করেছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৫ )